চরচা ডেস্ক

২০২৬ সালে হজ যাত্রীদের আবাসনের জন্য একটি নতুন লাইসেন্সিং সিস্টেম চালু করার ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এটি মূলত 'অস্থায়ী হোস্টেল লাইসেন্সিং পরিষেবা' নামে পরিচিত।
নতুন পরিষেবাটি চালু করতে হজ ও ওমরাহ মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় একসাথে কাজ করছে। এর মূল লক্ষ্য হলো, হজ যাত্রীদের জন্য পরিষেবার মান উন্নত করা এবং তাদের নিরাপদ ও সুসংগঠিত থাকার ব্যবস্থা নিশ্চিত করা।
কীভাবে লাইসেন্স নিতে হবে?
সৌদি গ্যাজেট জানিয়েছে, হজ যাত্রীদের জন্য আবাসন লিজ নিতে আগ্রহী সংস্থা বা ব্যক্তিদের প্রথমে 'নুসুক মাজার' প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের যোগ্যতা নিশ্চিত করতে হবে। এরপর পর্যটন মন্ত্রণালয়ের ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় শর্ত পূরণ করে লাইসেন্স নিতে হবে।
চুক্তি করার শেষ সময় আগামী বছরের ১ ফেব্রুয়ারি। তবে, যে সমস্ত হোটেলের সারা বছরের জন্য পর্যটন মন্ত্রণালয়ের লাইসেন্স রয়েছে, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
নতুন পদ্ধতি অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত আবাসনগুলো ‘নুসুক’ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকবে। এর ফলে বুকিং ও সমন্বয় করা সহজ হবে এবং হজ মৌসুমে অতিথিদের আতিথেয়তার ক্ষমতা বৃদ্ধি পাবে। এটি সৌদি সরকারের 'ভিশন ২০৩০'-এর লক্ষ্য পূরণের একটি অংশ।

২০২৬ সালে হজ যাত্রীদের আবাসনের জন্য একটি নতুন লাইসেন্সিং সিস্টেম চালু করার ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এটি মূলত 'অস্থায়ী হোস্টেল লাইসেন্সিং পরিষেবা' নামে পরিচিত।
নতুন পরিষেবাটি চালু করতে হজ ও ওমরাহ মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় একসাথে কাজ করছে। এর মূল লক্ষ্য হলো, হজ যাত্রীদের জন্য পরিষেবার মান উন্নত করা এবং তাদের নিরাপদ ও সুসংগঠিত থাকার ব্যবস্থা নিশ্চিত করা।
কীভাবে লাইসেন্স নিতে হবে?
সৌদি গ্যাজেট জানিয়েছে, হজ যাত্রীদের জন্য আবাসন লিজ নিতে আগ্রহী সংস্থা বা ব্যক্তিদের প্রথমে 'নুসুক মাজার' প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের যোগ্যতা নিশ্চিত করতে হবে। এরপর পর্যটন মন্ত্রণালয়ের ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় শর্ত পূরণ করে লাইসেন্স নিতে হবে।
চুক্তি করার শেষ সময় আগামী বছরের ১ ফেব্রুয়ারি। তবে, যে সমস্ত হোটেলের সারা বছরের জন্য পর্যটন মন্ত্রণালয়ের লাইসেন্স রয়েছে, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
নতুন পদ্ধতি অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত আবাসনগুলো ‘নুসুক’ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকবে। এর ফলে বুকিং ও সমন্বয় করা সহজ হবে এবং হজ মৌসুমে অতিথিদের আতিথেয়তার ক্ষমতা বৃদ্ধি পাবে। এটি সৌদি সরকারের 'ভিশন ২০৩০'-এর লক্ষ্য পূরণের একটি অংশ।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।