চরচা ডেস্ক

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এবং টেসলা প্রধান ইলন মাস্ক স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এক বিশেষ নৈশভোজে মিলিত হয়েছেন। এ বছরের শুরুর দিকে জনসমক্ষে তিক্ত বিরোধ প্রকাশের পর এটি ট্রাম্প ও মাস্কের মধ্যে দ্বিতীয় সাক্ষাৎ। এ নৈশভোজের মাধ্যমে ট্রাম্প-মাস্কের সম্পর্কের বরফ গলতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকদের ধারণা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বছর ট্রাম্পের নির্বাচনী প্রচারে সমর্থন ও অর্থায়ন করে মাস্ক প্রশাসনের ঘনিষ্ঠ উপদেষ্টা হয়ে ওঠেন। তিনি সরকারি দক্ষতা বিভাগের এর নেতৃত্ব গ্রহণ করেন। তবে ফেডারেল ব্যয় ও করবিষয়ক বড় বিল নিয়ে মতবিরোধ ছড়িয়ে পড়ার পর সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায়। মাস্ক প্রকাশ্যে ট্রাম্পের আর্থিক নীতি সমালোচনা করেন এবং নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার কথা জানান। জবাবে ট্রাম্প হুমকি দেন, মাস্কের কোম্পানিগুলো যে বিপুল ফেডারেল ভর্তুকি পায় তা বন্ধ করে দেওয়া হবে।
বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার প্রভাব পড়ে টেসলার ব্র্যান্ড ইমেজ, বিক্রি ও শেয়ার মূল্যে। এরপর থেকে দুইজনকে খুব কমই একসঙ্গে দেখা গেছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে কনজারভেটিভ অ্যাকটিভিস্ট চার্লি কার্কের স্মরণসভায় তারা অল্পসময়ের জন্য একসঙ্গে মিলিত হন।
এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নৈশভোজ বৈঠককে ট্রাম্প প্রশাসন ও রিয়াদের সম্পর্ক জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বৈশ্বিক মানচিত্রে নিজস্ব ভাবমূর্তি পুনর্গঠনের চেষ্টা করছেন এমবিএস।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এবং টেসলা প্রধান ইলন মাস্ক স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এক বিশেষ নৈশভোজে মিলিত হয়েছেন। এ বছরের শুরুর দিকে জনসমক্ষে তিক্ত বিরোধ প্রকাশের পর এটি ট্রাম্প ও মাস্কের মধ্যে দ্বিতীয় সাক্ষাৎ। এ নৈশভোজের মাধ্যমে ট্রাম্প-মাস্কের সম্পর্কের বরফ গলতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকদের ধারণা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বছর ট্রাম্পের নির্বাচনী প্রচারে সমর্থন ও অর্থায়ন করে মাস্ক প্রশাসনের ঘনিষ্ঠ উপদেষ্টা হয়ে ওঠেন। তিনি সরকারি দক্ষতা বিভাগের এর নেতৃত্ব গ্রহণ করেন। তবে ফেডারেল ব্যয় ও করবিষয়ক বড় বিল নিয়ে মতবিরোধ ছড়িয়ে পড়ার পর সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায়। মাস্ক প্রকাশ্যে ট্রাম্পের আর্থিক নীতি সমালোচনা করেন এবং নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার কথা জানান। জবাবে ট্রাম্প হুমকি দেন, মাস্কের কোম্পানিগুলো যে বিপুল ফেডারেল ভর্তুকি পায় তা বন্ধ করে দেওয়া হবে।
বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার প্রভাব পড়ে টেসলার ব্র্যান্ড ইমেজ, বিক্রি ও শেয়ার মূল্যে। এরপর থেকে দুইজনকে খুব কমই একসঙ্গে দেখা গেছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে কনজারভেটিভ অ্যাকটিভিস্ট চার্লি কার্কের স্মরণসভায় তারা অল্পসময়ের জন্য একসঙ্গে মিলিত হন।
এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নৈশভোজ বৈঠককে ট্রাম্প প্রশাসন ও রিয়াদের সম্পর্ক জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বৈশ্বিক মানচিত্রে নিজস্ব ভাবমূর্তি পুনর্গঠনের চেষ্টা করছেন এমবিএস।

জীবদ্দশায় এই কিংবদন্তীর সবচেয়ে বড় অর্জনের ২ টা হলো তার অহিংস প্রতিবাদের ডাকে আমেরিকার সংবিধানে ২৪তম সংশোধনীর অনুমোদন হয় যার মাধ্যমে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকারের ওপর আরোপিত কর বিলুপ্ত করা হয় এবং দ্বিতীয়টি হলো ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইন (Civil Rights Act) পাস করা হয়।

সিআইডি জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই প্রতারক চক্রের এই দুই সদস্য অর্থের বিনিময়ে ও যোগসাজসে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডির মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ও তা বিভিন্ন সোস্যাল মিডিয়াকে প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে বিক্রি করত।