চরচা ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে ১ হাজার ৬০৪ বার সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এই অবরোধের সঙ্গে জড়িত ১২৩ সংগঠন। আজ রোববার আইন–শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে ১ হাজার ৬০৪ বার সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এই অবরোধের সঙ্গে জড়িত ১২৩ সংগঠন। আজ রোববার আইন–শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।