‘নিয়োগে অনিয়ম’ ঘিরে চবিতে দুদকের অভিযান

চবি প্রতিনিধি
‘নিয়োগে অনিয়ম’ ঘিরে চবিতে দুদকের অভিযান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: ফেসবুক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ও কর্মকর্তা পদে একাধিক নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বেলা ১২টার দিকে চবির প্রশাসনিক ভবনে রেজিস্ট্রারের কক্ষে অডিট কার্যক্রম শুরু হয়। দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

গত শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১৫৩ জনকে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে প্রভাষক হয়েছেন উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা শামিম ও চবি ল্যাবরেটরি কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন রেজিস্ট্রারের ভাই মোহাম্মদ আবদুল কাইউম।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬৫তম সিন্ডিকেট সভায় মোট ১০৫ জনের নিয়োগ (পদোন্নতি ব্যতীত) অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষক ১৮ জন, তৃতীয় শ্রেণির কর্মচারী ৩৩ জন, চতুর্থ শ্রেণির কর্মচারী ৪৭ জন এবং কর্মকর্তা ৭ জন নিয়োগ পেয়েছেন।

সম্পর্কিত