চরচা ডেস্ক

দেশের স্থল, নৌ ও সমুদ্র বন্দরগুলোর জন্য সরকার ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি নামের একটি জাতীয় কৌশলপত্র তৈরি করছে। এই তথ্য জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় এমন কথা বলেন এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, “দেশের স্থল, নৌ ও সমুদ্র বন্দরসমূহের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি শীর্ষক একটি জাতীয় কৌশলপত্র তৈরি করছে।”
এম সাখাওয়াত হোসেন বলেন, “ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজির খসড়া প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি এই বছরের মধ্যেই এই স্ট্র্যাটেজি চূড়ান্তকরণের কাজ শেষ হবে এবং আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর করা হবে।”
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, “আমাদের মেরিটাইম সেক্টরেও আরো দেশি-বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে এবং একটি কার্যকর ও টেকসই বন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সাথে সাথেই ‘ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি’ প্রণয়ণের উদ্যোগ গ্রহণ করে।”
নৌপরিবহন উপদেষ্টা দেশের সমুদ্র ও নদী-বন্দরগুলোর সাথে স্থলবন্দরকে একসাথে রেখে যাবতীয় কার্যক্রম পরিচালনায় ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজির গুরুত্বের কথা বলেন। জাতীয় এ কৌশলপত্র প্রণয়নের মাধ্যমে দেশের মেরিটাইম সেক্টরে একটি পরিবর্তন হবে বলে মনে করেন এই উপদেষ্টা।

দেশের স্থল, নৌ ও সমুদ্র বন্দরগুলোর জন্য সরকার ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি নামের একটি জাতীয় কৌশলপত্র তৈরি করছে। এই তথ্য জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় এমন কথা বলেন এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, “দেশের স্থল, নৌ ও সমুদ্র বন্দরসমূহের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি শীর্ষক একটি জাতীয় কৌশলপত্র তৈরি করছে।”
এম সাখাওয়াত হোসেন বলেন, “ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজির খসড়া প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি এই বছরের মধ্যেই এই স্ট্র্যাটেজি চূড়ান্তকরণের কাজ শেষ হবে এবং আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর করা হবে।”
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, “আমাদের মেরিটাইম সেক্টরেও আরো দেশি-বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে এবং একটি কার্যকর ও টেকসই বন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সাথে সাথেই ‘ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি’ প্রণয়ণের উদ্যোগ গ্রহণ করে।”
নৌপরিবহন উপদেষ্টা দেশের সমুদ্র ও নদী-বন্দরগুলোর সাথে স্থলবন্দরকে একসাথে রেখে যাবতীয় কার্যক্রম পরিচালনায় ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজির গুরুত্বের কথা বলেন। জাতীয় এ কৌশলপত্র প্রণয়নের মাধ্যমে দেশের মেরিটাইম সেক্টরে একটি পরিবর্তন হবে বলে মনে করেন এই উপদেষ্টা।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।