চরচা ডেস্ক

সব বিদেশি ঋণ শোধ করে দেওয়ার মতো সোনার খনি পেয়েছে পাকিস্তান। পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর এক সংবাদ সম্মেলনে গত সোমবার এই তথ্য জানান।
দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, মজুত ওই সোনার খনির অবস্থান খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তারবেলা এলাকায়। আর ওই সোনার বাজারমূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৭৭ লাখ কোটি টাকারও বেশি।
হানিফ গহর বলেন, ‘‘তারবেলায় পাওয়া সোনার মজুত দেশের বৈদেশিক ঋণ পরিশোধের জন্য যথেষ্ট এবং বিষয়টি ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল এবং স্টেট ব্যাংক অব পাকিস্তান গভর্নরের নজরে আনা হয়েছে।’’
গোহর বলেন, ‘‘সোনা উত্তোলনের জন্য অস্ট্রেলিয়া ও কানাডার কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে তারবেলার মাটির নিচ থেকে সোনা উত্তোলনের কাজ শুরু হবে।’’

সব বিদেশি ঋণ শোধ করে দেওয়ার মতো সোনার খনি পেয়েছে পাকিস্তান। পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর এক সংবাদ সম্মেলনে গত সোমবার এই তথ্য জানান।
দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, মজুত ওই সোনার খনির অবস্থান খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তারবেলা এলাকায়। আর ওই সোনার বাজারমূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৭৭ লাখ কোটি টাকারও বেশি।
হানিফ গহর বলেন, ‘‘তারবেলায় পাওয়া সোনার মজুত দেশের বৈদেশিক ঋণ পরিশোধের জন্য যথেষ্ট এবং বিষয়টি ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল এবং স্টেট ব্যাংক অব পাকিস্তান গভর্নরের নজরে আনা হয়েছে।’’
গোহর বলেন, ‘‘সোনা উত্তোলনের জন্য অস্ট্রেলিয়া ও কানাডার কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে তারবেলার মাটির নিচ থেকে সোনা উত্তোলনের কাজ শুরু হবে।’’

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।