দরজায় কড়া নাড়ছে বড়দিন। এর আগে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ‘বাতাসের শহর’ হিসেবে খ্যাত শিকাগো। বড়দিনের আলোকসজ্জা আর ক্রিসমাস ট্রিতে সেজে উঠেছে পুরো শহর। দেখলে মনে হয় কোনো স্নো গ্লোব থেকে বেরিয়ে আসা এক বাস্তব দৃশ্য।