১৯৪৪ সালের পানি চুক্তি লঙ্ঘনের অভিযোগে মেক্সিকোকে ৫% শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি মেক্সিকো যুক্তরাষ্ট্রের কাছে ৮ লাখ একর-ফুট (৪ লাখ৩ হাজার৩৩৩ কিউসেক) পানি বকেয়া রেখেছে। মেক্সিকো বলছে, খরা পরিস্থিতির কারণেই সরবরাহ কমেছে এবং আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।