
এবারের সিইএসে স্পষ্ট হয়ে উঠেছে এআই শুধু ইন্টারনেটে নয়, ঢুকে পড়ছে দৈনন্দিন জীবনে। গয়না, হেডফোন ও চশমার মতো পরিধানযোগ্য ডিভাইসে এআইয়ের নতুন ব্যবহার নজর কাড়ছে। তবে সুবিধার পাশাপাশি ব্যক্তিগত ও তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে।

ব্যবসা করার কথা আগে কখনো ভাবেননি জেসমিন আক্তার। আগে চাকরি করতেন। একবার চাকরি ছেড়ে আর চাকরি পাচ্ছিলেন না তিনি। পরে এক বন্ধুর অনুপ্রেরণায় শুরু করলেন অনলাইন ব্যবসা। শুরুতে হাতে তৈরি মানিব্যাগ তৈরি করতেন, পরে শুরু করলেন সানগ্লাস বিক্রি।