কলম্বিয়ার টাটাকোয়া মরুভূমিতে পাওয়া গেল মায়োসিন যুগের ১ কোটি ৩০ লাখ বছর পুরোনো এক কচ্ছপের সম্পূর্ণ ফসিল! স্থানীয় কৃষকরা হুইলা অঞ্চলে এটি খুঁজে পায়। সম্পূর্ণ খুলি ও খোলসযুক্ত এই ফসিলটির নাম রাখা হয়েছে বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার নামের সাথে মিলিয়ে।