ফরিদা পারভীন যে গানের জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার
‘লালন-সম্রাজ্ঞী’খ্যাত ফরিদা পারভীন চলে গেলেন না ফেরার দেশে। ৫৫ বছরের সংগীতজীবনে তার বেশির ভাগ সময় কেটেছে লালন সাঁইয়ের গান গেয়ে। লালনের গান মানেই ফরিদা পারভীন। লালনসংগীতে অবদানের জন্যই ১৯৮৭ সালে পেয়েছেন একুশে পদক।