
১৯১১ সালের আগে মোনালিসার কথা তেমন কেউ জানতই না। তার আগে প্যারিসে ল্যুভর মিউজিয়ামে এই ছবিটি শত শত ছবির সঙ্গে অনেকটা অযত্নে পড়েছিল। লিওনার্দো দা ভিঞ্চির কাছেও কি মোনালিসা খুব গুরুত্বপূর্ণ ছিল? কীভাবে বিখ্যাত হলো এই আলোচিত চিত্রকর্ম, আসুন জানা যাক।

‘মমি’ নামক এই প্রদর্শনীতে স্থান পেয়েছে মিশর, দক্ষিণ আমেরিকা ও ফ্রান্সের আটটি মমি। মিউজিয়ামের কিউরেটরদের মতে, এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো মানুষের জীবনের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে মমিগুলোকে উপস্থাপন করা।