
এবারের সিইএসে স্পষ্ট হয়ে উঠেছে এআই শুধু ইন্টারনেটে নয়, ঢুকে পড়ছে দৈনন্দিন জীবনে। গয়না, হেডফোন ও চশমার মতো পরিধানযোগ্য ডিভাইসে এআইয়ের নতুন ব্যবহার নজর কাড়ছে। তবে সুবিধার পাশাপাশি ব্যক্তিগত ও তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে।

ডিভাইসের মাধ্যমে প্রায় ৪০০ রঙে নখগুলোকে রাঙিয়ে নেওয়া যাবে।