পাসপোর্ট সূচকে নিচের দিক থেকে সপ্তম বাংলাদেশ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পাসপোর্ট সূচকে নিচের দিক থেকে সপ্তম বাংলাদেশ
শান্তির সূচকে বাংলাদেশ সপ্তম। প্রতীকী ছবি

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে প্রবেশাধিকারের ক্ষেত্রে দেশের সংখ্যা কমেছে। সম্প্রতি ২০২৬ সালের বিশ্ব পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক নাগরিকত্ব–সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স। এই প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

১৯৯টি দেশের পাসপোর্ট ও আন্তর্জাতিক বিমান সংস্থার তথ্যের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে। ১০১টি অবস্থানের মধ্যে এ বছরও এই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। আর তালিকার সবচেয়ে দুর্বলতম দেশ আফগানিস্তান।

বাংলাদেশের অবস্থান ৯৫তম, অর্থাৎ নিচের দিক থেকে সপ্তম। এখন ভিসা ছাড়া মাত্র ৩৭টি দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশের নাগরিকরা। গত বছর এই সংখ্যা ছিল ৩৯। ২০২৪ সালের শুরুতে ভিসা ছাড়া ৪২টি দেশে ভ্রমণ করতে পারত বাংলাদশের নাগরিকরা।

তালিকার প্রথম তিনটি দেশই এশিয়ার। দীর্ঘসময় ধরে সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে। ২২৭টি দেশের মধ্যে ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পাবে সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা। দ্বিতীয় স্থানে থাকা জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ১৮৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবে।

তৃতীয় অবস্থানে আছে ইউরোপের পাঁচটি দেশ। ডেনমার্ক, স্পেন, সুইডেন, লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ডের নাগরিকদের ১৮৬টি দেশে প্রবেশাধিকারের সুযোগ পাবেন ভিসা ছাড়া। চতুর্থ অবস্থানের দশটি দেশও ইউরোপের। অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ইতালি ও নরওয়ে।

তালিকার পাঁচে থাকা দেশগুলো হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত। শীর্ষ দশের মধ্যে এশিয়ার দেশ মালয়েশিয়া আছে নবম স্থানে এবং যুক্তরাষ্ট্রের অবস্থান দশম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থান দ্বীপরাষ্ট্র মালদ্বীপের। ৫২তম অবস্থানে থাকা দেশটির নাগরিকেরা ভিসা ছাড়া ৯২টি দেশে ভ্রমণ করতে পারবে। এরপর যথাক্রমে ভারত ৮০তম, ভুটান ৮৫তম ও শ্রীলঙ্কা ৯৩তম। নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানের অবস্থান বাংলাদেশেরও নিচে। নেপাল আছে ৯৬তম অবস্থানে এবং পাকিস্তানের অবস্থান ৯৮তম। আর আফগানিস্তান শুধু দক্ষিণ এশিয়ায় না, এই তালিকারই সবার নিচে অবস্থান করছে। ১০১তম অবস্থানে থাকা দেশটি মাত্র ২৪টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পাবে।

সম্পর্কিত