চরচা ডেস্ক

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মারা গেছেন। আজ শনিবার দুপুরে রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরু হওয়ার আগে ঘটনাটি ঘটে। বিসিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিসিবির পক্ষ থেকে বলা হয়, ম্যাচ শুরুর আগে রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা প্রাকটিসে ব্যস্ত ছিল। এরমধ্যে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তাৎক্ষণিকভাবে সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি।
মাহবুব আলীকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মারা গেছেন। আজ শনিবার দুপুরে রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরু হওয়ার আগে ঘটনাটি ঘটে। বিসিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিসিবির পক্ষ থেকে বলা হয়, ম্যাচ শুরুর আগে রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা প্রাকটিসে ব্যস্ত ছিল। এরমধ্যে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তাৎক্ষণিকভাবে সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি।
মাহবুব আলীকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।