ফেসবুক স্ট্যাটাস দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
ফেসবুক স্ট্যাটাস দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শুভ বৈরাগী। ছবি: চরচা

ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী শুভ বৈরাগী। আজ রোববার সকালে গোপালগঞ্জের বৌলতলী এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।

শুভ ২০২০–২১ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। শুভ বৈরাগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার।

মারা যাওয়ার আগে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেই লেখায় দাবি করা হয়, গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার এক তরুণীর সঙ্গে শুভর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩১ ডিসেম্বর রাতে তরুণীর জন্মদিন উপলক্ষে দেখা করতে গেলে তার পরিবারের কয়েকজন সদস্য শুভকে আটক করে মারধর করেন বলে অভিযোগ।

শুভ তার পোস্টে লেখেন, শারীরিক নির্যাতনের পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি ভিডিও ধারণ করা হয়, যেখানে তাকে চুরির অভিযোগ স্বীকার করতে বাধ্য করা হয়। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে হেনস্থা করা হয়, যাতে তিনি মানসিক চাপ ও হতাশায় পড়েন।

শুভ আরও উল্লেখ করেন, তরুণীর সঙ্গে তার দুই বছরের বেশি সময় ধরে সম্পর্ক ছিল এবং সম্পর্কের পক্ষে তার কাছে প্রমাণ রয়েছে। তবে পারিবারিক আপত্তি ও আর্থিক অস্বচ্ছলতার কারণে সম্পর্কটি মেনে নেওয়া হয়নি।

নিজের মৃত্যুর জন্য সংশ্লিষ্ট তরুণী ও তার পরিবারের কয়েকজন সদস্যকে দায়ী করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ বিষয়ে ড. শারমিন আক্তার বলেন, ‘’শুভর মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত। কিছুদিন আগেই তার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। হঠাৎ এ ধরনের খবর পেয়ে আমাদের মন ভেঙে গিয়েছে। তার ফেসবুক পোস্টে উল্লেখিত বিষয়গুলো ক্ষতিয়ে দেখা হবে। যদি বিশ্ববিদ্যালয় থেকে কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয় তাহলে আমরা তা নেব।‘’

এদিকে শুভর মৃত্যুতে সহপাঠী ও বন্ধুরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত