‘একজন হাদিকে মেরে আমাদের নিশ্চিহ্ন করা যাবে না’

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
‘একজন হাদিকে মেরে আমাদের নিশ্চিহ্ন করা যাবে না’
বায়তুল মোকাররমে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগে উদ্দেশে যায় খেলাফত ছাত্র মজলিস। ছবি: চরচা

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বলেছে, ‘একজন হাদিকে মেরে আমাদের নিশ্চিহ্ন করা যাবে না।’

আজ শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ থেকে এ কথা বলা হয়। সম্মিলিত জুলাই জোট ও খেলাফত ছাত্র মজলিস পৃথক সমাবেশ করে শাহবাগের উদ্দেশে মিছিল নিয়ে যায়।

সমাবেশ থেকে বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শক্তিকে মোকাবেলা করতে হবে। একজন হাদিকে মেরে আমাদের নিশ্চিহ্ন করা যাবে না। ফ্যাসিস্ট শক্তিকে বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না।”

বক্তারা বলেন, বিপ্লব পরবরর্তী সময় বিপ্লবীদের জীবন হুমকিতে ছিল। তারপরও প্রশাসন নির্লিপ্ত ছিল। এ নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এই সমাবেশ করা হয়।

গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদি মারা যান। গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলি করা হয় তাকে। হাদির মৃত্যুর খবর পাওয়ার পর রাজধানীতে বিক্ষোভ নামে তার সংগঠন জুলাই মঞ্চসহ নানা প্ল্যাটফর্ম।

সম্পর্কিত