চরচা ডেস্ক

বাংলাদেশে ফিরতে পেরে ‘ভীষণ আনন্দিত’ বলে মন্তব্য করেছেন নতুন আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ শনিবার ঢাকায় পৌঁছেছেন তিনি।
গতকাল শুক্রবার আমেরিকার পররাষ্ট্র দপ্তরে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাকে শপথ পড়ান।
ঢাকায় আমেরিকান দূতাবাসের অফিশিয়াল ফেসবুকে দেওয়া এক পোস্টে বলা হয়, “বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দিত।”
রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্য উদ্ধৃত করে পোস্টে বলা হয়, “যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে আমি উচ্ছ্বসিত। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে প্রতিদিন নিরলসভাবে কাজ করতে আগ্রহ।”
গত বছরের সেপ্টেম্বর পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকার নতুন রাষ্ট্রদূত মনোনীত করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিসেম্বরে ঢাকায় আমেরিকার ১৮তম রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগ চূড়ান্ত করে মার্কিন সিনেট। ক্রিস্টেনসেন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বাংলাদেশে ফিরতে পেরে ‘ভীষণ আনন্দিত’ বলে মন্তব্য করেছেন নতুন আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ শনিবার ঢাকায় পৌঁছেছেন তিনি।
গতকাল শুক্রবার আমেরিকার পররাষ্ট্র দপ্তরে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাকে শপথ পড়ান।
ঢাকায় আমেরিকান দূতাবাসের অফিশিয়াল ফেসবুকে দেওয়া এক পোস্টে বলা হয়, “বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দিত।”
রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্য উদ্ধৃত করে পোস্টে বলা হয়, “যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে আমি উচ্ছ্বসিত। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে প্রতিদিন নিরলসভাবে কাজ করতে আগ্রহ।”
গত বছরের সেপ্টেম্বর পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকার নতুন রাষ্ট্রদূত মনোনীত করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিসেম্বরে ঢাকায় আমেরিকার ১৮তম রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগ চূড়ান্ত করে মার্কিন সিনেট। ক্রিস্টেনসেন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মেটলাইফ বাংলাদেশ প্রায় ১৯ হাজার কোটি টাকার বিনিয়োগ পোর্টফোলিও নিয়ে দেশের বীমা খাতে নেতৃত্ব দিচ্ছে । সরকারি বন্ডে বড় বিনিয়োগের পাশাপাশি এখন সুরক্ষিত কর্পোরেট বন্ডে বিনিয়োগের মাধ্যমে তারা স্থানীয় করপোরেট খাতে টেকসই অর্থায়ন এবং গ্রাহকদের বীমা পলিসিতে উন্নত রিটার্ন নিশ্চিত করছে ।