চরচা ডেস্ক

ইতালির রাজধানী রোমে দুই দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাসস।
রোম সফরকালে মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। এর ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি।

ইতালির রাজধানী রোমে দুই দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাসস।
রোম সফরকালে মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। এর ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।